সোমবার, ১৬ মার্চ, ২০১৫

KMPLAYER এর বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাঁচুন

KMPlayer এর বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাচুঁন মাত্র কয়েকটি কাজ করে। বর্তমান সময়ে KMPlayer এর নতুন ভার্সনে একটি বিরক্তিকর বিজ্ঞাপন যোগ হয়েছে, যা KMPlayer চালু করলেই সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয় ফলে বেশ স্লো হয় । যার জন্য KMPlayer চালু হতেও বেশ সময় নেয় । একটি মাত্র এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায় । সাধারণ মুভি ও 3D মুভি দেখতে এখন KMPlayer এর যে কোন তুলনা নেই এটা সকলেই জানেন ।
আসেন প্রথমে দেখে নেয়া যাক যে বিজ্ঞাপনটি কেমন দেখায়ঃ
kmplayer-ads
তাহলে আসুন কি করে KMPlayer এর এই বিজ্ঞাপন থেকে মুক্তি পাওয়া যায়ঃ
ধাপ ১: বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে প্রথমেই আপনাকে কন্ট্রোল প্যানেল থেকে Internet Options এ যেতে হবে ।
control-panel
ধাপ ২: এবার “Network and Internet” এ যাবেন তাহলে নিচের ছবির মত পাবেন ।
network-and-internet
ধাপ ৩: এবার “Internet Options” এ যাবন তাহলে নিচের ছবির মত পাবেন ।
internet-options
ধাপ ৪: এবার “Security” ট্যাব এ যাবেন “Restricted Sites” এ ক্লিক করেন তারপর “Sites” এ ক্লিক করেন ।
internet-options-restricted-sites
ধাপ ৫: এবার Add this website to the zone এর ঘরে player.kmpmedia.net লিখে Add এ ক্লিক করুন ।
kmpmedia.net-zone
ধাপ ৬: এবার Close করে আবার পুনরায় ওপেন করেন ।
যদি সফল ভাবে কাজটি করতে পারেন আশাকরি আপনি যখন KMPlayer চালু করবেন তখন আর এই বিরক্তিকর বিজ্ঞাপনটি আসবে না ।
তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন-
https://www.youtube.com/watch?v=RMP43OnvGBA

শনিবার, ৭ মার্চ, ২০১৫

অ্যান্ড্রয়েড পেইড অ্যাপ অ্যান্ড্রয়েড এর জনপ্রিয় ১০টি পেইড অ্যাপস এর লেটেস্ট ভার্সন ।

আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব। আর তাছাড়া পেইড অ্যাপ গুলো ডলার ছাড়া ডাউনলোড করা যায় না । তাই আজ আপনাদের সাথে ১০টি পেইড অ্যাপ শেয়ার করবো । আশা করি অ্যাপ গুলো আপনাদের কাজে লাগবে ।

১। Lockdown Pro Premium:-

এই অ্যাপ টি দিয়ে আপনি যেকোনো অ্যাপ, গ্যালারী , ছবি সবকিসুই লক করে রাখতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
২। Hotspot Shield  Premium
Hotspot Shield আইপি হাইডার অ্যাপ । তাছাড়া Hotspot Shield Premium ব্যাবহার করে ফেসবুক মেসেঞ্জার দিয়ে সরাসরি কল করতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৩। Automatic Call Recorder Pro
Automatic Call Recorder এর ফ্রি ভার্সন আর কতোদিন চালাবেন ? ;) এবার নিন Automatic Call Recorder এর Pro ভার্সন । দারুন কিছু ফিচার আছে Pro ভার্সনে। Play Store এ এটার মূল্য $7.34।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৪। CamScanner
CamScanner -Phone PDF Creator দিয়ে এবার অতি সহজেই আপনার বিভিন্ন ডকুমেন্ট,কার্ড,ক্রেডিট কার্ড,ভিসিটিং কার্ড,ও যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন 
৫। True caller
কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৬। Dr.Web Anti-virus
গুগল প্লে স্টোরে এই এন্টি ভাইরাসটির দাম 75 ডলার । এটি ফুল ভার্সন, নতুন কোন ভার্সন রিলিজ হলে আপনি আপডেট করতে পারবেন, আর ভাইরাস ডেটাবেজ তো নিয়মিত আপডেট রাখতে পারবেনই।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৭। Lancher 8 Pro
এটি গুগল প্লে স্টোরের জনপ্রিয় একটি লঞ্চার । গুগল প্লে স্টোরে এই অ্যাপটির মূল্য ৪.৯০ ডলার ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৮। MX Player Pro
সিনেমা বা ভিডিও দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় যে ভিডিও প্লেয়ার হোল MX Player Pro। ফ্রী ভার্সনের চাইতে অনেক বেশী সুবিধা পাবেন Pro ভার্সনে ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৯। Smart Tool
গুগল প্লে স্টোরে অ্যাপটির মূল্য ২.৪৬$ । এই অ্যাপটি ব্যাবহার করে কোন কিছুর দৈর্ঘ্য, দূরত্ব, উচ্চতা পরিমাপ করতে পারবেন খুব সহজেই।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
১০। Google Camera
এই অ্যাপটি দিয়ে ডিএসএলার এর মত ব্যাকগ্রউনড ব্লার করে দিয়ে ছবি তুলতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার নিয়ম :-

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

এক ক্লিকে ৪৫ টির বেশি সাইটে আপনার সাইটকে সাবমিট করান……………..

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দারুন একটি টিপস নিয়ে এলাম । আমাদের কম বেশি ফ্রী বা প্রেমিয়াম যাই হোক একটি ব্লগ বা ওয়েবসাইট আছে । আর তাই আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে আপনার সেই ব্লগ বা ওয়েবসাইটকে এক ক্লিক এ ৪৫+ সার্চ ইঞ্জিনে  Submit করবেন । কাজ টি একদম সোজা এর জন্য যাযা করতে হবে ।
এখানে ক্লিক করলে একটি সাইট পাবেন সাইট এর নাম Rankontoponline সাইট এ প্রবেশ করলেই নীচের চিত্রের মতো একটি পেজ আসবে ।
submit your website-blogger-in-100-search-engine
১) এবার বাম পাশে URL এর জাইগাই আপনার ব্লগ বা ওয়েবসাইট এর URL  টি বসান ।
২) তারপর E-mail এর জাইগাই আপনার email টি বসান যে কোন ইমেইল দিলেই হবে ।
৩) এবার Submit এ ক্লিক করুন ।
* আর হ্যাঁ ডান পাশে দেখুন সব কটি সার্চ ইঞ্জিন এখান কার মধ্যে আপনি আপনার সাইট যেখানে Submit করতে চান না সেখান থেকে ঠিক তুলে দিন তারপর Submit এ ক্লিক করুন । 
* দেখালেন তো কত সহজে আপনার ওয়েবসাইট টিকে ৪৫+ সার্চ ইঞ্জিনে যুক্ত করে দিলেন । ভালো থাকবেন সবাই।

ভিডিও এডিটিংয়ের সেরা সফটওয়্যার যা আপনাকে দিবে সেরা ভিডিও এডিটর হওয়ার স্বাদ।

বিশাল সফটওয়্যার সমুদ্রের মাঝে ভালো সব সফটওয়্যারগুলো খুঁজে পাবার নিমিত্তে আমার শুরু করা চেইন টিউনের এটা তৃতীয় পর্ব। আগের পর্বগুলোতে আপনারা ভালোই সাড়া দিয়েছেন একারনে আমি আপনাদের কাছে কৃত্জ্ঞ। আজকের টিউনটি সবার প্রয়োজনে আসবে কিনা জানিনা তবে আমি সবার উপযোগী করার চেষ্টা করে যাব। ভিডিও আমরা সকলেই দেখলেও ভিডিও এডিটিংয়ের চিন্তা সবার মাথায় আসে না। যাদের মাথায় আসে তারা আবার উপযুক্ত মেডিয়াম এবং গাইড লাইনের অভাবে করতে পারেনা। আজকের টিউনে আমি সুন্দর গাইড লাইন দিতে না পারলেও আপনাদের সুন্দর একটা মেডিয়াম দিতে পারবো। আজকের টিউনে থাকছে ভিডিও এডিটিংয়ের সেরা দশটি সফটওয়্যার এবং সেই সেরাদের ভিড়ে সেরা সফটওয়্যারটির ফুল ভার্সন একদম ফ্রিতে। তাহলে আর বিলম্ব কেন? চলুন শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. CyberLink PowerDirector | $49.99
  • 02. Corel VideoStudio | $69.99
  • 03. Adobe Premiere Elements | $84.68
  • 04. MAGIX Movie Edit Pro | $99.99
  • 05. Roxio Creator | $99.99
  • 06. Pinnacle Studio | $59.95
  • 07. AVS Video Editor | $59.00
  • 08. Nero Video | $59.99
  • 09. MoviePlus | $79.99
  • 10. VideoPad | $69.95
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Cyberlink Power Director সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

Cyberlink Power Director Ultimate | Price $99.09

Cyberlink Power Director সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Cyberlink Power Director এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
পাওয়ার ডিরেক্টর আল্টিমেট এর ফিচার সমূহ জানতে ছবিটিতে ক্লিক করুন | অফিশিয়াল সাইট
বরাবরের মতো আজ যারা আশায় আশায় ছিলেন যে অফিশিয়াল সাইটে না গেলেও আমি সফটওয়্যারটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিভিউ দিবো তাদের কে হতাশ করে দিয়ে বলছি যে আজ কোন রিভিউ হবে না। কারন Cyberlink Power Director এর এতোই ফিচার যে তার দু’একটা বললে সফটওয়্যারটির অপমান করা হবে। তার চেয়ে বরং নিজেরাই একটু দেখে আসুন। আমি কেবল আপনাদের ভেতরের ইন্টারফেইসটা দেখাতে পারি। ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করবেন। নিচের চিত্রটি এক নজরে দেখে নিন। দেখতে ভালো লাগলেই তো কাজে কেমন সেটা বিবেচনা করবেন।
এক নজরে দেখে নিন অন্দরমহল | ভালো লাগলে তো ডাউনলোড করবেন

ফুল ভার্সন ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। কারন ৯০৩ মেগাবাইট ডাটা খরচ করতে সফটওয়্যারটি নামাতে, ভিডিও এডিটিং সফটওয়্যারতো আর মুখের কথা না।
ডাউনলোড ইনস্টলার | সাইজ ৯০৩ মেগাবাইট
সাইবার লিংকের যদিও এটা সর্বশেষ প্রডাক্ট কিন্তু এর পরেও এটার সাথে কিছু আপডেট যুক্ত হয়েছে। আপডেট ফাইলগুলো ডাউনলোড করতেএখানে ক্লিক করুন। আপডেট ফাইলের সাইজ ৩১৪ মেগাবাইট।
সফটওয়্যারটিকে ফুল-ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে ২৮৭ কিলোবাইট সাইজের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি অংশে থাকবে কিভাবে একটিভ করবেন।
ডাউনলোড মেডিসিন ফাইল | সাইজ ২৮৭ কেবি

ইনস্টলেশন এবং একটিভেশন

সফটওয়্যারটির একটিভেশন প্রসেস খুব সহজ বিধায় প্রত্যেকটি ধাপের স্ক্রিনশট দিয়ে টিউনটির কলেবর বৃদ্ধি করলাম না। আশা করি এটা আপনাদের বুঝতে কোন সমস্যা করবে না। সফটওয়্যারটি ইনস্টল এবং ফুল ভার্সন করার জন্য প্রত্যেকটি ধাপ মনযোগ দিয়ে দেখুন এবং তারপর অনুশীলন করুন। আশা করি ব্যর্থ হবেন না।
  • আগের যদি কোন ভার্সন আপনার পিসিতে থেকে থাকে তাহলে সেটা রেজিস্ট্রি ফাইল সহ ডিলেট করে দিন। যদি একটা ফাইলও থাকে তাহলে আমার দেওয়া মেডিসিন ফাইলটি মিসবিহ্যাব করতে পারে।
  • ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Disable_Activation.cmd ফাইলটি রান করুন। এটা সফটওয়্যারটির ইন্টারনেট এক্সেস বন্ধ করে দিবে। কাজটি আপনি চাইলে ম্যানুয়্যালি করতে পারবেন। এর জন্য আপনার পিসির C:\Windows\System32\drivers\etc\hosts লোকেশনে থাকা হোস্ট ফাইলটিতে নিচের লাইন দুটি যোগ করে দিতে হবে।
    127.0.0.1 cap.cyberlink.com
    127.0.0.1 activation.cyberlink.com
  • এখন ডাউনলোড করা সফটওয়্যারের ইনস্টলারটি রান করুন এবং স্বাভাবিক নিয়মে সেটাপ কমপ্লিট করুন। কিন্তু মনের ভুলেও সফটওয়্যারটি রান করবেন না, করলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে।
  • এখন যে আপডেট ফাইলটি ডাউনলোড করেছেন সেটা সেটাপ দিন।
  • কখনোই Participate in product improvement programs অপশনে মার্ক করবেন না। কারন এটা আপনার পিসির সফটওয়্যারটির সাথে কানেক্ট করতে পারবে এবং আপনার একটিভেশন বাতিল হয়ে যেতে পারে। এক্ষেত্রে (Uncheck “Remind Me Later”, Click “Skip Registration” Button, Click “No thank you” button) ইত্যাদি অপশন ফলো করতে পারেন।
  • এখন আমার দেওয়া Medicine.exe ফাইলটি Run As Administrator দিয়ে রান করুন এবং প্যাচ অপশনটি চাপুন। আপনার কাজ এখন প্রায় শেষ।
  • আপনি এখন সফটওয়্যারটি ওপেন করুন যেকোন একটি ভিডিও ফাইলের সাহায্যে। তাহলে সফটওয়্যারটি আপনার কাছে অফলাইন একটিভেশন কোড চাইবে। আপনি প্রতি উত্তরে 12345-12345 কোড বা অন্য যেকোন কোড দিয়ে দিন। তাহলেই আপনার সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে যাবে।
জানিনা এই কাজ করতে গিয়ে আমার কতোটা পাপ হচ্ছে। কারন এটা প্রায় চুরির শামিল। তবে সফটওয়্যারটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যাদের কেনার সামর্থ্য আছে তারা দয়া করে কিনে ব্যবহার করুন।

ফটো এডিটিংয়ের সেরা সফটওয়্যার যা বদলে দিবে আপনার ফটোগ্রাফির অভিজ্ঞতা।

ছবি সব সময়ের জন্য আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। কেউ নিজের ছবি তুলতে পছন্দ করে আবার কেউবা অপরের ছবি তুলতেই বেশি আনন্দ পায়। তবে আপনি এই দু’দলের যেটাতেই থাকেন না কেন আপনার কিন্তু ছবি এডিটিংয়ের প্রয়োজন হবেই। কারন প্রত্যেকটি ছবি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য অবশ্যই সেখানে কিছু এডিটিং করতে হবে। মুখ দিয়ে ফুঁ দিলে যেহেতু ছবি এডিট হয়না সেহেতু এর জন্য প্রয়োজন ভালো একটি সফটওয়্যার। প্রায় সব ধরনের ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হয় টাকা দিয়ে কিনে। খুব কম সংখ্যক ওপেন সোর্স সফওয়্যার ইন্টারনেটে পাওয়া যায়। কিন্তু আপনি অনেক খরচ করে একটি দামী ফটো ইডিটিং সফটওয়্যার কিনলেই যে সেটা দিয়ে ভালোভাবে ছবি এডিট করতে পারবেন সেটার কোন নিশ্চয়তা নেই। এ কারনেই আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফটো ইডিটিং এর জন্য সেরা দশটি সফটওয়্যার। আর এই সেরাদের ভেতরে সেরা সফটওয়্যারটির ফুল ভার্সন পাবেন আমার এই টিউনে। তো চলুন তাহলে শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ফটো এডিটিং সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. Corel PaintShop Pro | $54.99
  • 02. Adobe Photoshop Elements | $69.99
  • 03. Serif PhotoPlus | $89.99
  • 04. Xara Photo & Graphic Designer | $89.99
  • 05. Corel PhotoImpact | $29.99
  • 06. ACDSee Photo Editor | $59.99
  • 07. Cyberlink PhotoDirector Ultra | $89.99
  • 08. PhotoStudio | $69.99
  • 09. Photolightning | $39.95
  • 10. Photo Impression | $29.99
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Corel PaintShop Pro সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

Corel PaintShop Pro | Price $54.99

Corel PaintShop Pro সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Corel PaintShop Pro এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
কোরেল পেইন্টশপ আল্টিমেট এর ফিচার সমূহ জানতে ছবিটিতে ক্লিক করুন | অফিশিয়াল সাইট
বরাবরের মতো আজ যারা আশায় আশায় ছিলেন যে অফিশিয়াল সাইটে না গেলেও আমি সফটওয়্যারটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিভিউ দিবো তাদের কে হতাশ করে দিয়ে বলছি যে আজ কোন রিভিউ হবে না। কারন Corel PaintShop Pro এর এতোই ফিচার যে তার দু’একটা বললে সফটওয়্যারটির অপমান করা হবে। তার চেয়ে বরং নিজেরাই একটু দেখে আসুন। আমি কেবল আপনাদের ভেতরের ইন্টারফেইসটা দেখাতে পারি। ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করবেন। নিচের চিত্রটি এক নজরে দেখে নিন। দেখতে ভালো লাগলেই তো কাজে কেমন সেটা বিবেচনা করবেন।

ফুল ভার্সন ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ৩০দিনের ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ২৮১ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।
ডাউনলোড কোরেল পেইন্টশপ | সাইজ ২৮১ মেগাবাইট
সফটওয়্যারটিকে ফুল-ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে ২০০ কিলোবাইট সাইজের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি অংশে থাকবে কিভাবে একটিভ করবেন।
কোরেলের জন্য মেডিসিন ফাইল | সাইজ ২০০ কেবি
বিঃদ্রঃ এই মেডিসিন ফাইল দিয়ে কোরেলের সব ধরনের সফটওয়্যার একটিভ করতে পারবেন।

ইনস্টলেশন এবং একটিভেশন

কোরেলের প্রডাক্ট সমূহ ইনস্টল করা সহজ হলেও সেগুলোর একটিভেশন প্রসেসটা একটু জটিল। আসলে বিনা পয়সায় প্রিমিয়াম সফটওয়্যার পেতে হলে তো একটু সমস্যা হবেই। তবে আমি যেহেতু আছি সেহেতু আপনাদের বেশি চিন্তা না করলেও চলবে। একেবারে নতুন থেকে অভিজ্ঞ সব ধরনের ব্যবহারকারীগণ আশা করি টিউনটি বুঝতে পারবেন। আমি ধাপে ধাপে নিচের প্রত্যেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনার ধৈর্য্যের কমতি হবেনা।
  • ১ম ধাপঃ আপনি যদি সফটওয়্যারটি সফলভাবে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করে সফটওয়্যারটির ইনস্টলারটি রান করুন। যে উইন্ডোটি আসবে তার উপরের অংশে নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনি সফটওয়্যারটিকে অ্যালাউ করে দিন। তারপর স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।
  • ২য় ধাপঃ ইনস্টলেশনের শেষ পর্যায়ে যখন নিচের মতো চিত্র আসবে তখন আপডেট অপশনটি আনচেক করে দিন। তারপর আপনার সেটাপ কমপ্লিট হলে সফটওয়্যারটি ওপেন করুন।
  • ৩য় ধাপঃ এখন নিচের মতো উইন্ডো আসবে। আপনি কোন চিন্তা ভাবনা না করে সোজা কনটিনিউ বাটনে চাপ দিন।
  • ৪র্থ ধাপঃ এরপর নিচের চিত্রটি আসলে Register Later অপশন মার্ক করে কনটিনিউ বাটন চাপুন। তাহলে সফটওয়্যারটি ওপেন হবে।
  • ৫ম ধাপঃ সফটওয়্যারটি চালু হওয়ার কিছুক্ষণ পর নিচের মতো চিত্র দেখতে পাবেন। এখন চিহিৃত জায়টিতে ক্লিক করুন। তাহলে সফটওয়্যারটি আপনার কাছে একটি সিরিয়াল-কী চাইবে। যদি নিচের চিত্রের মতো উইন্ডো না আসে তাহলে শেষ ধাপটি অনুসরন করুন।
  • ৬ষ্ঠ ধাপঃ সিরিয়াল-কী পেতে হলে আমার দেওয়া Medicine.exe টি ফাইলটি Run As Administrator দিয়ে রান করুন এবং Program লিস্টের ড্রপডাউন থেকে Corel PaintShop Pro X7 সিলেক্ট করুন। তাহলে যে সিরিয়াল নাম্বারটি পাবেন সেটা কপি করুন। না বুঝলে নিচের চিত্র দেখুন।
  • ৭ম ধাপঃ সিরিয়াল নাম্বারটি নিচের চিত্রের মতো দেখানো বক্সে বসালে আপনি চিত্রে চিহিৃত Contact Corel অপশনটি একটিভ অবস্থায় দেখতে পাবেন। এখন Contact Corel অপশনে ক্লিক করুন।
  • ৮ম ধাপঃ নিচের মতো উইন্ডো দেখতে পাবেন ঠিকই কিন্তু সব অপশন পূর্ণ অবস্থায় দেখবেন না। ইনস্টলেশন কোড গুলো কপি করুন এবং ৯ম ধাপে দেখানো মেডিসিন ফাইলের ইনস্টলেশন কোড অপশনে পেস্ট করুন। তারপর একটিভেশন অপশনে ক্লিক করলেই একটিভেশন কোড দেখতে পাবেন। সেটা নিচের একটিভেশন কোড অপশনে পেস্ট করলেই আপনার প্রডাক্ট একটিভ হয়ে যাবে।
  • ৯ম ধাপঃ ৮ম ধাপ হতে প্রাপ্ত ইনস্টলেশন কোড নিচের চিত্রে নির্দিষ্ট জায়গায় বসান এবং একটিভেট অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার কাঙ্খিত একটিভেশন কোড পেয়ে যাবেন। তারপর ৮ম ধাপ ফলো করুন।
  • ১০ম ধাপঃ আপনি যদি সবগুলো কাজ ঠিক ভাবে করে থাকেন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন। এখন পরবর্তি ব্যবহারের জন্য আপনার লাইসেন্স ইনফোরমেশনগুলো সেভ করে রাখুন।
  • ১১ম ধাপঃ ৫ম ধাপের উইন্ডোটি যদি না আসে তাহলে সফটওয়্যারটি ওপেন করে নিচের চিত্রের মতো করে রেজিস্টার অপশন চাপুন। তাহলে ৪র্থ ধাপের মতো চিত্র আসবে এবং সেখান থেকে ২য় অপশন টি সিলেক্ট করে কিছুক্ষন অপেক্ষা করুন। আশা করি তখন ৫ম ধাপের অপশনগুলো দেখতে পাবেন।
আমরা টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু আপনারা হয়তো এখনো লক্ষ্য করেনটি যে আমি যে প্রডাক্ট দিতে চেয়েছিলাম তারচেয়ে আপগ্রেড প্রডাক্ট দিয়েছি, যার মুল্য প্রায় ৭৪ ডলার। ভাবলাম ফ্রিতেই যখন দিবো তখন ভালোটাই দিবো। আশা করছি টিউনটি আপনাদের কাজে লেগেছে। দোয়া করবেন যাতে এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। তবে যাবার আগে শেষ কথাটুকু রয়েছে এখনো বাকি।