সোমবার, ১৬ মার্চ, ২০১৫

KMPLAYER এর বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাঁচুন

KMPlayer এর বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাচুঁন মাত্র কয়েকটি কাজ করে। বর্তমান সময়ে KMPlayer এর নতুন ভার্সনে একটি বিরক্তিকর বিজ্ঞাপন যোগ হয়েছে, যা KMPlayer চালু করলেই সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয় ফলে বেশ স্লো হয় । যার জন্য KMPlayer চালু হতেও বেশ সময় নেয় । একটি মাত্র এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায় । সাধারণ মুভি ও 3D মুভি দেখতে এখন KMPlayer এর যে কোন তুলনা নেই এটা সকলেই জানেন ।
আসেন প্রথমে দেখে নেয়া যাক যে বিজ্ঞাপনটি কেমন দেখায়ঃ
kmplayer-ads
তাহলে আসুন কি করে KMPlayer এর এই বিজ্ঞাপন থেকে মুক্তি পাওয়া যায়ঃ
ধাপ ১: বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে প্রথমেই আপনাকে কন্ট্রোল প্যানেল থেকে Internet Options এ যেতে হবে ।
control-panel
ধাপ ২: এবার “Network and Internet” এ যাবেন তাহলে নিচের ছবির মত পাবেন ।
network-and-internet
ধাপ ৩: এবার “Internet Options” এ যাবন তাহলে নিচের ছবির মত পাবেন ।
internet-options
ধাপ ৪: এবার “Security” ট্যাব এ যাবেন “Restricted Sites” এ ক্লিক করেন তারপর “Sites” এ ক্লিক করেন ।
internet-options-restricted-sites
ধাপ ৫: এবার Add this website to the zone এর ঘরে player.kmpmedia.net লিখে Add এ ক্লিক করুন ।
kmpmedia.net-zone
ধাপ ৬: এবার Close করে আবার পুনরায় ওপেন করেন ।
যদি সফল ভাবে কাজটি করতে পারেন আশাকরি আপনি যখন KMPlayer চালু করবেন তখন আর এই বিরক্তিকর বিজ্ঞাপনটি আসবে না ।
তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন-
https://www.youtube.com/watch?v=RMP43OnvGBA

শনিবার, ৭ মার্চ, ২০১৫

অ্যান্ড্রয়েড পেইড অ্যাপ অ্যান্ড্রয়েড এর জনপ্রিয় ১০টি পেইড অ্যাপস এর লেটেস্ট ভার্সন ।

আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব। আর তাছাড়া পেইড অ্যাপ গুলো ডলার ছাড়া ডাউনলোড করা যায় না । তাই আজ আপনাদের সাথে ১০টি পেইড অ্যাপ শেয়ার করবো । আশা করি অ্যাপ গুলো আপনাদের কাজে লাগবে ।

১। Lockdown Pro Premium:-

এই অ্যাপ টি দিয়ে আপনি যেকোনো অ্যাপ, গ্যালারী , ছবি সবকিসুই লক করে রাখতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
২। Hotspot Shield  Premium
Hotspot Shield আইপি হাইডার অ্যাপ । তাছাড়া Hotspot Shield Premium ব্যাবহার করে ফেসবুক মেসেঞ্জার দিয়ে সরাসরি কল করতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৩। Automatic Call Recorder Pro
Automatic Call Recorder এর ফ্রি ভার্সন আর কতোদিন চালাবেন ? ;) এবার নিন Automatic Call Recorder এর Pro ভার্সন । দারুন কিছু ফিচার আছে Pro ভার্সনে। Play Store এ এটার মূল্য $7.34।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৪। CamScanner
CamScanner -Phone PDF Creator দিয়ে এবার অতি সহজেই আপনার বিভিন্ন ডকুমেন্ট,কার্ড,ক্রেডিট কার্ড,ভিসিটিং কার্ড,ও যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন 
৫। True caller
কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৬। Dr.Web Anti-virus
গুগল প্লে স্টোরে এই এন্টি ভাইরাসটির দাম 75 ডলার । এটি ফুল ভার্সন, নতুন কোন ভার্সন রিলিজ হলে আপনি আপডেট করতে পারবেন, আর ভাইরাস ডেটাবেজ তো নিয়মিত আপডেট রাখতে পারবেনই।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৭। Lancher 8 Pro
এটি গুগল প্লে স্টোরের জনপ্রিয় একটি লঞ্চার । গুগল প্লে স্টোরে এই অ্যাপটির মূল্য ৪.৯০ ডলার ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৮। MX Player Pro
সিনেমা বা ভিডিও দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় যে ভিডিও প্লেয়ার হোল MX Player Pro। ফ্রী ভার্সনের চাইতে অনেক বেশী সুবিধা পাবেন Pro ভার্সনে ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
৯। Smart Tool
গুগল প্লে স্টোরে অ্যাপটির মূল্য ২.৪৬$ । এই অ্যাপটি ব্যাবহার করে কোন কিছুর দৈর্ঘ্য, দূরত্ব, উচ্চতা পরিমাপ করতে পারবেন খুব সহজেই।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
১০। Google Camera
এই অ্যাপটি দিয়ে ডিএসএলার এর মত ব্যাকগ্রউনড ব্লার করে দিয়ে ছবি তুলতে পারবেন ।
ডাউনলোড লিংক :-  এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার নিয়ম :-